তুমি কখন যে আমার হৃদপিণ্ডের মূলে
শিকড় গেড়েছ বুঝতে পারিনি!
কবি সুমনা হাজরার অকাল প্রয়াণ সংবাদে
আমার বুকটা কেঁপে উঠেছে সজোরে!
তোমার কথা, তোমাদের কথা ভেবে ভেবে
যদি কোনো দিন............
অনুভূত হয় হৃদয়ে আজি
সে দিন হয়তো আমার হৃদপিণ্ডটা উপড়ে যাবে!
সে দিন হয়তো কেউ বুঝতে পারবে না-
কবির জন্য কবির হৃদয়
কেমন করে কাঁদে!
ভয় হয় তোমার জন্য,
ভয় হয় তোমাদের জন্য;
ভয় হয় শিকড় ছেঁড়ার.........