কাঠের বেঞ্চিতে বসে আছি হিমকুয়াশায়
শেষ ট্রেনের আশায়!
শিশির বিন্দুকণা রয়েছে জড়ায়ে
উর্ণনাভ আঁশের মতন অক্ষিপক্ষ্মে
ছোট ছোট তন্দ্রা আসে আর উবে যায়
পার্সিয়ান নীল লম্বা ওভারকোট জড়িয়ে গায়ে
মাথায় বাদামী উলের টুপি পরে
হাতে একটা তাজা গোলাপ নিয়ে
আসার কথা তার,
কতো ট্রেন এলো আর গেলো
কিন্তু সে আসেনি।
বেঞ্চিতে বসে আছি, বসে থাকছি
এক অদ্ভুত মোহাচ্ছন্নতায়!
ঝোপঝাড় ভেঙ্গেচুরে এই পথে
আসবে কী কখনো কোনোদিন
প্রতিক্ষার শেষ ট্রেনে সেই মনোরমা
কে জানে, আমিও জানিনা
তবুও অপেক্ষার প্রহর গোণা...