পোড়া রুটির মতন তেতো
শেওলা পরা জীবন কার ভালোলাগে
তাই নিতম্ব দোলায়ে গিয়েছে চলে
উজ্জ্বল আলোর সন্ধানে!
বাতায়ন খুলে রয়েছি বসে
দখিনা বাতাস বহিবার আশে!
তোমরা কী শুনতে পাও-
নূপুরের ধ্বনি বাজছে কাহার পায়!
শেফালি গিয়েছে চলে কেঁদে কেঁদে!
উত্তরের হাওয়া কী গান শুনায়...
তুষের গোলায় আগুন জ্বালানোর
কর আয়োজন...