মহান স্রষ্টার অপার মহিমা শারদ চাঁদের হাসি
অঢেল জোছনা পিয়াইতে অঞ্জলি ভরে ভেলায় ভাসি
ভাদর জোয়ারে ভরা অথৈ জলে
শাপলার বিল, নদী আর খালে;
উছলি ওঠেছে আমারই সাথে শতদল রাশি রাশি!
কতযে জোছনা আসে আর যায় এধরায় তাহারে কে যাচে
ধরণীর বুক উজলা করে শারদ জোছনা আসে, মম হৃদয় নাচে
নাচে নাচে নাচে... কী অপার ঐশ্বর্য তাহার, অপরূপ মোহময়
এমন কে পাষণ্ড আছে কিম্ভূতকিমাকার দোলেনা যার হৃদয়!
আজ কী তাহারে খুব বেশি মনে পড়ে, হয়তোবা, হয়তোবা না...
আশ্চর্য সুন্দর রাতে দেখেছি শেফালীরে হাসি মাখা মুখে
অপরূপ যামিনী শেষে দুঃখিনী রয়েছে পড়ে মাটির বুকে,
নিয়েছি কুড়ায়ে তারে অঞ্জলি ভরে
সাদা তার শরীর মেখিছি আঁখি নীরে;
শঙ্খ সুরে সুরে, ঢাকের ডুকরে জোছনা হয়েছে ফিকে!
চিনচিনে ব্যথা বুকে, বুঝিনাকো আঁধার কিংবা জোছনা...