শ্যামল ছায়ার নীচে হাতে হাত রেখে
চোখে চোখ রেখে ছিল কিছু বলবার
হয়নি বলা কোনও দিন আর!
খড়ের নীড়ে বাঁধিবারে বাসা, এতোটুকু আশা
একটা দমকা হাওয়ায় নিয়েছে উড়ায়ে
ছাইয়ের মত, পড়ে আছে সাদা হাড় তার!
সময়ের সীমানায় এসে দেখি
ধূসর বালুর বুকে পড়ে আছে
শুধু কিছু মরা ঘাস!
কঠিন শিলার নীচে পড়ে থাকা বুকে
চিনচিনে ব্যথা অনুভূত হয়;
খুব কষ্ট নিতে চাপা নিঃশ্বাস!
মাটি খুঁড়ে করি না আর তার আবাদ
ফুরায়ে গিয়েছে সব প্রেম-অপ্রেমের সাধ!