কিছু কিছু সাদা দাঁড়কাক ঠোকর মারে মগজের খুলিতে
হতাশার ঠোঁট নিয়ে ফিরে যায়,আসলেই পারে কী ফিরতে!
দেখেছি উহারে আমি ঝুলে আছে পাতা ঝরা ডালে
হেমন্তের শিশির মেখে খসখসে পালকে উদাসী চোখে
কোনোদিন স্বপ্ন ছিল কি উদাসী চোখে, তাহা কে বলতে পারে?
স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে হৃদয়ের গভীরে...
কিছু কিছু পায়ের ছাপ ঢেকেছে কালের ধুলায় অতি সত্য
জঙ্গুলে ঘাসের বুকে ফুটে ফুল সে কথা জানান দিয়ে যায়!
চোখের গভীরে জলোচ্ছ্বাস অথবা বুকে দহনের আভাস
অনুভূত হয় মরা চাঁদের রাতে ঘুমের প্রয়োজন ফুরায়ে গেলে...