ওহে মালবিকা, ঘুটঘুটে আন্ধার রাইতে বনবাদাড়ে করিসটা কী!
‘জোনাকিগো একটা একটা ধরি আর গিলি।‘
ক্যান?
‘ওরা আমার রূপের ঔজ্জ্বল্য ম্লান কইরা দ্যায়।‘
আহারে কী রূপসীলো!
‘কী কইলি!
শোন তবে- পদ্মপুকুর ঘাটে বইসা আলতা রাঙা
পাও দুইখান যখন পানিতে ডুবাইয়া নাড়ি
জলপদ্মরা উচ্ছ্বাসে নেচে ওঠে!’
আয় তোরে পকেটে ঢুকাই।
‘ক্যান এমনটা করবার চাও?’
আন্ধার রাইতে তোর রূপের রোশনাইতে
খুঁইজ্যা নেবো জঙলী পথে আদিরসের ইঁদারা
‘শালা মামদো, আমার সাথে ইয়ারকি মারিস
মন্ত্র পইড়া মাদার গাছের মগ ডালে বসাইয়া দিমু
তখন বুঝবি রূপের রাণীর কতো ঠ্যালা!’