অভিমানিনী বালা ধলেশ্বরী গিয়েছে চলে
এঁকেবেঁকে খুঁজে নিয়ে কতোটা দুর্গম পথ পেরিয়ে
ঝাঁপিয়ে পড়েছে বলেশ্বরের চিতল বুকে
যেখানে ঝাঁকেঝাঁকে ইলিশের দেখা পাওয়া যায়
উদ্বেলিত চিত্তে মিশেছে সাগর সঙ্গমে!
সাগর বেশ শান্ত ভাসাবে কি ডিঙ্গা?
দেখে এসো জেলেদের যাপিত জীবন।
দুবলার চরে গাঙচিল ওড়ে আর বসে
জুড়াবে তোমার দুচোখ, কী অপরূপ রূপে
সেজেছে সাগর কুল ভরা সুন্দরীর মেলা
রাঙা ভোরে সোনার থালার মতন সূর্য জেগে ওঠে পূবে
দিনভর মাতিয়ে মানব হৃদয়, গোধূলী বেলায়
টুপ করে ডুব দেয় সাগরের জলে, আহা বিমোহিত প্রাণ!
মাঘীপূর্ণিমার চাঁদ নেমে আসে সমুদ্দুরের জলে
জলপদ্ম হাসে ভেসেভেসে জেলেদের ভেলায়।
রাতের আকাশ ভরা তারাদের মেলা
ঢেউয়ের শিখরে ঢেউ সফেদ ফেনা ঝিকমিক করে,
তীরে বসে দেখি একা অবারিত রুপালী জলের খেলা!