হেমন্ত শিশির হাসে মুক্তাসম ঘাসে
নকশী কাঁথায় ঢাকা শরীর আমার
পরমা রয়েছে বসে চুপচাপ পাশে।
চোখ খুলে দেখে তাকে অবাক বিমূঢ়
কাঁথার রহস্যজট খুলেছে সহজে,
খরগোসছানা কিছু কোলে বসা তার।
ঊষাসূর আলোমাখা রাঙা মুখ লাজে!
অভিমানী সুরে বলে ‘ খাবারে কি দোষ,
বলতে হবে আমায় ছিল খুব বাজে?
শিশিরঘাসে ঘুমায় কেমন পুরুষ’!
খাবারে ছিল না দোষ লুটেছে বানর,
শিশির-বাদল বুঝে কী বুনোমানুষ!
গহীন অরণ্যে যত ঋতুর বাহার
বনোচারী পুরুষের বুঝা খুব ভার!