"ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে
ধান ফুরালো পান ফুরালো খাজনা দিবো কিসে
আরকটা দিন সবুর করো রসুন বুনেছি..."
করোনার কথা ভাছিনা ভেবেও কোনো লাভ নেই
যারা বেঁচে যাবে তাদের কথা ভাবছি
অতি সাধারণ মানুষের কথা ভাবছি
যাদের নুন আনতে পান্তা ফুরায়
সেই সব দিনমজুরের কি অবস্থা হবে...
অবস্থার প্রেক্ষিতে আতঙ্ক আর শঙ্কায়
মরার আগেই মৃত্যু...
শূন্যহাঁড়িতে জল ফুটিয়ে সান্তনা দিতে হবে
অনাহারী শিশু-বুড়োদের চোখের জল ঝরিয়ে
খোলা মাঠে কিংবা রাস্তার কিনারে বসে
বিবর্ণ আকাশের দিকে তাকিয়ে...