গাছি বেঁধে যায় হাঁড়ি
হাঁড়িচাঁচা বসে ঠোঁটে নেয় ফোঁটাকয় রস
তৃপ্ত পাখি উড়ে যায় নীড়ে।
আমারও সাধ জাগে রস আস্বাদনে-
হাঁটি কবিতার পাতায় পাতায়
রসের সন্ধানে,
কখনো পাই, কখনো পাই না আবার।
তাড়ি গিলে লিখি দু'এক কলম
রসকষ হীন!
বলো কোথায় পাবো রসের ভাঁড়?
নন্দিনী বলে-' দেখতে পারিস খুঁজে নন্দনকাননে'
আহা! সেথা ঝুলে আছে প্রবেশ নিষেধ!