আহারে! মোর স্বাধীনতা!
রক্তে কেনা মোগো স্বাধীন দ্যাশ!
স্বাধীন দ্যাশে বাপে বুক ফুলাইয়া কয়-
‘ জোয়ান পোলা মোর
হ্যায়-তো আকাম করবোই
মুইও-তো আকাম করি এহোনো।‘
হালারপো, বেশরম বেলাজ
কচু গাছে গলায় দড়ি দিয়া মর!
হোটেলে আটকাইয়া মাইয়াগো
রাইত-ভর বেইজ্জতি করবো
পিস্তল ঠ্যাহাইয়া হেইডা কে দ্যাহে?
স্বাধীন দ্যাশে দ্যাহার কেউ নাই!
থানা পুলিশ সবতে আন্ধা
বদমাইশের লগে গলাগলি
খুনের আসামী সামনে ঘোরে
চোহে পড়ে না,
নিরীহ গরীব মানুষ
গা ঘেইষা গেলেই-‘ধর হালারে,
এই ব্যাডা মোগো গায় সরকারী
পোশাক হেডায় ঘষা লাগাইলি
তোরে হাজতে ঢুকামু’।
টাহার জোর ক্ষ্যামতার জোর;
স্বাধীন দ্যাশটা দিন দিন যাইতাছে রসাতলে!
কি আর কমু ভাইডি,
মোরা কিছু কইলেই দোষ হইয়া যায়!
হোনেন ভাইহগোল
আপনেরা এমন বাপরে
সমাজ থাইক্কা বয়কোট করেন,
হ্যার দোকানের কোনোও জিনিস
কিনবেন না;
টাহার গরমডা এট্টু কমাইয়া দ্যান।
মোর আর একখান কতা
মনদিয়া হুনেন সবাই-
সামনে ভোট আইতাছে
এট্টু দ্যাইখ্যা হুইন্যা ভোট দিবেন!
বেশরম বেলাজ পয়সাওয়ালা
গায়ের জোরওয়ালাগো ভোট দিবেন না!
( আঞ্চলিক ভাষা / অপ্রচলিত ভাষায় লিখিত )