রোদের ঝিলিক দেখি গাছপালা ফাঁকে
আধ খোলা চোখজুড়ে ঘুম নেশা নেশা
কিচিরমিচির ডাকে পাখী ঝাঁকে ঝাঁকে।
সুবসনা নারী এক শিয়রেতে বসা
চোখ তার কথাবলে অধরেতে হাসি
বুলায় মাথায় হাত ‘বাসা তব খাসা’!
‘পুটলিতে বাঁধা খানা নহে কোনো বাসি
ঠিক ঠিক খেয়ে নিয়ো করো নাকো হেলা
দানা পানি পেটে নাই তুমিতো উপোসী’!
বিমূঢ়ের মত দেখি গাল তার ফোলা
কোনো কথা নাহী বলে যেতেছে সে চলে
পুটলি নিয়ে বসেছে বানরের মেলা।
ভাবনা কিসের বলো, পাকা পাকা ফলে
আহার করিবো সুখে বসে গাছ তলে!