মর্ত্যের রবি কহিল ডাকি গগনরবিকে
বলো, কে বেশি আলোকময় এ ধরায়?
গগনের রবি কহিল সরোষে সে তো আমি!
মর্ত্যের রবি উঠিল হাসি, নহে নহে ঠিক;
ওহে রবি, তুমি দাও আলো আধেক ধরায়;
রবির প্রভায় উদ্ভাসিত সারা বিশ্বময়!!
কাঁদিয়া কাঁদিয়া উঠিল বিজুরি গগন বিদারি
আজি বাইশে শ্রাবণ! ওগো শাওন, ঢালো অঝোরবারি!!