ঈস্রাফিলের (আঃ) শিঙ্গার কথা ভাবি না!
আমি ভীত সন্ত্রস্ত-
মাতালের আঙ্গুল কখোন ছুঁয়ে দিবে ভুল বোতাম,
হিরোশিমার কথা ভাবার অবকাশ
পাওয়া যাবে কি যাবে না জানি না...
আমি ভাবি আমাযানের গহীন অরণ্যের কথা,
সবুজ বৃক্ষের কথা, পাহাড়ের আঁধার গুহার কথা,
ভূগর্ভে নির্মিত সুরক্ষিত প্রাসাদের কথা,
মহাসাগরের গভীরে ডুবে থাকা ডুবুরীর কথা।
মহাপ্লাবনে চল্লিশ দিন উনুনের কাছে
বসে থাকা পুণ্যবতী রমণীর মুখ
ভেসে ওঠে চেতনায় বার বার...