তাকায়ে একবার ছায়ার দিকে
চুপি চুপি কিছু কথা বলে সূর্যের সাথে
পায়ে পায়ে হেঁটে যাই প্রান্তরের দিকে
অরণ্যের সাথে কিছু কথা বলার অভিপ্রায়ে!
আহা! সেথা সবুজ অরণ্য নেই
তেজোময় সূর্য নেই, আকাশ নেই
চুপচাপ দাঁড়িয়ে মলিন ধূসরতা;
এক মুঠো হিমেল বাতাস হেঁটে গেল
বুকের উপর দিয়ে খুব নিশ্চুপে
আঁধার সীমানার দিকে আমাকে অবাক করে!
আমি দাঁড়িয়ে এখনো অনন্ত প্রতীক্ষায়
কোনো এক অজানা প্রত্যয়ের আশায়!