ঝলমলে একটা দিনের প্রতীক্ষায়
মাঘের মধ্য রাতে রয়েছি দাঁড়ায়ে
অতিদূর কোনো এক নক্ষত্রের নীচে।
হিম শীত ছুঁয়ে যায় হাড়
চারিদিকে কুয়াশার ভিড়
আকাশ নেই, সূর্য নেই, নক্ষত্র নেই
একটা রোদেলা দিন নেই!
মানব শিশুর কান্নার প্রতিধ্বনি
প্রান্তর থেকে প্রান্তরে ভেসে বেড়ায়!
ঝলমলে দিনের পা ভেঙ্গে গেছে
তবুওতো প্রতীক্ষার মৃত্যু নাই!
স্বপ্নেরা শিলার মত গড়াতে গড়াতে
টুপ করে ডুবে যায় অনন্ত গুহায়!
অবাক পৃথিবীর অদ্ভুত জীবন
যে কেবলই আঁধারে হারায়
একটা ঝলমলে দিনের প্রতীক্ষায়!