বোকাপৌষ দাঁতকেলিয়ে বলে গেল আসছে...
ওতো জানেইনা আমাদের বাঘেরা থাকে
এখন অভয় অরণ্যে সাফারি পার্কে
নিত্যদিন তাজা হরিণ-হরিণী খায়
কত্তো ক্যালোরি পায়, পশমি কম্বল গায়
শরীরের শিরায় শিরায় উষ্ণ রক্ত ধায়;
"মাঘের শীত বাঘের গায়"
হা! হা! হা! ভয় দেখিয়ে লাভ নাই!
মাঘ রেগে ওঠে-
ব্যাটা বেহদ্দ পাগল!
পৌষ কি তোকে বাঘের কথা বলেছে?
ঐ দ্যাখ কেন্দু গাজীরা ছেঁড়া কাপড় গায়ে জড়িয়ে
ঠকঠক করে কাঁপছে আর বাঁশপাতায় আগুন জ্বালিয়ে
হাঁড় কাঁপুনি ঠেকানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে;
ওদের উদরে ভাত নাই মাছ-মাংস নাই
শরীরে ক্যালোরি নাই...