একটা মন্দির গড়তে চেয়েছিলাম
শাহজাহানের মত,
মোগল সম্রাট শাহজাহানের মত;
যেখানে তোমার অশরীরী বিগ্রহ
স্থাপিত থাকবে অনন্তকাল;
রক্তের উষ্ণতায় লালিত এ স্বপ্ন
আমি কতো কাল ধরে পুষে আসছি!
কিন্তু কোথায় তোমার সেই অবয়ব
যে স্থাপিত করব বিগ্রহ তোমার?
এখন রক্তকনিকা গুলো দিন দিন
ভেঙে ভেঙে নিঃশেষ হয়ে যাচ্ছে
সাথে স্বপ্নটাও,
মন্দির গড়ার স্বপ্নটা
যেখানে স্থাপিত থাকবে বিগ্রহ তোমার!