হৃদয়ে তার জেগে ছিল কোনোও
এক প্রণয় আকাঙ্ক্ষা
বুঝেনি হৃদয় তাহা!
ঢের কথা বলে গেল,
তারপর একদিন চুপিসারি
হয়ে গেলো ছায়া
তবুও হৃদয় তার
রয়ে যায় হৃদয়ে প্রণয়
প্রেম ভালোবাসার দাবী লয়ে!
অনেক কথার ছলে
না বলা কথারা
সাগরের ঢেউয়ের মত
সাগরের বুকে থেকে যায় জমা;
বেলা শেষে দেখা যায়
সফেদ ফেনা, মরা শঙ্খ
রাশি রাশি রয়েছে পড়ে সময়ের কাছে!
বোবা কান্না হয়ে একদিন ধরা দিবে
তোমার প্রণয় তোমারই কাছে
সেদিন বুঝে নিও তাহারে
নিশ্চুপে দাঁড়ায়ে জলের কিনারে!