কত শত আলোকবর্ষ হয়ে গেছে পার
তবু দেখা নাই তার
মন শুধু বিরহকাতর!
একবার দেখা হয়েছিল কোনো সাগর কিনারে
অথবা গহীন অরণ্যে পলকে
তারপর আর দেখা পাইনি তাহার;
পৃথিবী-আকাশ-মাটির কাছে
পেয়ে গেছি শুধু ব্যথা!
আমারও যে হৃদয় আছে,
আছে ঢের ঢের কথা বলিবার
অনেক অনেক কালের জমে থাকা কথা
সময়ের ব্যাপ্তিতে পাথর হৃদয় এখন
মৃত ঘাস!
ঘাস ফড়িং এর বিদীর্ন হৃদয়
তবুও কাতর প্রাণ নিয়ে
উহারা উড়ে যায় জলের পিপাসায়
রাতের আঁধার ভেঙে
ভোরের ঊষার আগে
যেই এক বিন্দু শিশির পড়ে থাকে
মরাঘাস শুকনোপাতায়
তাহার নেশায়
এই ভাবে কেটে যায় পাথর সময়!