মনোরম দৃশ্যাবলী ভরা একটা বিকেল;
অস্তগামী সুর্য আমাদের পৃথিবীর
দিগন্ত রেখায় অস্তরাগের আবীর
ছড়াচ্ছে দুরন্ত উচ্ছ্বাসে,
আর তোমার ছড়ানো এলোচুলে
সোনা রোদ খেলা করে
এলোমেলো বাতাসের মিষ্টি গন্ধে!
নরম নরম সেই সোনা রোদ
অনুপম সুললিত অরব শব্দাবলীতে বাঙ্ময়!
তোমার পেলবহাতে সাজানো ফুলেরা
বাহারী ফুলদানিতে কথা বলে
একান্ত গোপন ইশারায়
ম্রিয়মাণ বিকেলের রোদের আভায়;
আমার অস্থির হাতে
রজনীগন্ধার নরম সবুজ ডাঁটা
স্থাপিত তোমার সোনারোদমাখা চুলে!
হায়! সেই সোনালী বিকেল
এখনও কি আসে পৃথিবীতে?
হয়তোবা আসে, হয়তোবা আসে
রোদে পোড়া গন্ধ মেখে!