ন্যানো, মাইক্রো, ম্যাক্রো,
দূরবীক্ষণ, অণুবীক্ষণ
কতো যন্ত্রই তো বানালে;
জলে-স্থলে-আকাশে
কোথায় কি লুকায়ে আছে
তার তথ্য উপাত্তে
ভরে নিচ্ছ খুলি
হে মানুষ!
তুমি নিজেই যে একটা জটিল যন্ত্র
আর তার কৌশলী স্রষ্টাকে বুঝতে পারো না!