তিন দিন তিন রাত বিরামহীন যাত্রা;
নয় কোনো সুর্য, নয় কোনো নিশিতমসা
শুধু এক অপার্থিব আলোর আভা;
এক গভীর অরবতায় শব্দহীন এক
মরালগামিনী ইঞ্জিনবোটে ভেসে চলেছি
কোনো এক অজানা অচেনা সাগরের লোনাজলে
আমরা তিনজন ঘনিষ্টতম বন্ধু,
বন্ধুই হবে হয়ত, সঙ্গে এক নারী
যার চোখ জুড়ে শুধু স্বপ্নের মৌতাত
সেই অপার্থিব আলোর বিভায়!
পরিচয় ছিলনাকো কোনোকালে, কোনোদিন
দেখিনি তাকে তবুও সে পরম আদরে
আমাকে জড়ায়ে এনেছে শক্ত দু’হাতে
কোনো এক গাঢ়ো প্রেমিকার মত করে!
আমিও কি তাহার প্রেমিক পুরুষ এক?
দুই পুরুষ বন্ধু আর সেই রমণী
বোটের ছাদে দাঁড়ায়ে আছে রেলিং ধরে;
দূরে বহু দূরে প্রসারিত তাহাদের চোখ,
কুয়াশার রহস্যময়ী আলোর চোখ!
ধবধবে শাদা এক প্রস্ত কাপড়
সাগরের লোনা জলে ধুয়ে নিচ্ছি ফের
বোটের চকচকে কালো গলুইয়ে বসে;
সে কী দুইহাতে আকাশে উড়াব বলে
অথবা লোনা হাওয়া মুছিবার জন্য?
চলবে...