কাল সারাটা দিন একাকী
কাটায়েছি ধূসর মনের জগতে
নানান রঙের খেলা খেলে
মেখেছি রঙ মনের সুখে
তোমার ললাটে, কপোলে, চিবুকে!
এক ঘড়া রঙ গুলে
মনের মিসাইলে ভরে
নিক্ষেপ করেছি তোমার শরীরে;
বোজা চোখের সিসি ক্যামেরায়
লাল-সবুজ রঙে তোমাকে
অসম্ভব সুন্দর লেগেছে
যেন আমার স্বাধীনতার পতাকা!