ফাগুন ফুরিয়ে গেলে
পলাশের রঙ শাদা হয়ে যায়;
শাদা মেঘ কালো হলে
আকাশ কাঁদে গভীর বেদনায়!
পৃথিবীর সব আলো, সব রঙ মুছে গেলে
পৃথিবীর সব আলো, সব রঙ মুছে গেলে......
তোমার নীলাভ দুই চোখ
সে ও কী শাদা হয়ে যায়, সে ও কী শাদা হয়ে যায়!
জীবনে যার সব কিছু যায়-যায় হারিয়ে
তবুও কিছু তার স্বপ্ন থাকে,
তবুও কিছু তার স্বপ্ন থাকে
যা পুড়িয়ে মারে শুধু পুড়িয়ে মারে!!
তোমার নীলাভ দু’চোখ ঘিরে
আমার সেই স্বপ্ন খেলা করে!
হোক না সে রঙ হীন শাদা......
তবুও সেই স্বপ্ন নেশায়
অনন্তকাল খুঁজব তোমায়
সব হারানো এই বিশাল শূন্যতায়!!