স্বাধীনতা আমার দারুন অহংকার!
স্বাধীনতা আমার রক্তে প্রচণ্ড উন্মাদনা!
স্বাধীনতা ভয়ঙ্কর রক্তের হোলি খেলা!
স্বাধীনতা আগুনের গোলা বুকে চেপে ধরা!
স্বাধীনতা নয় ছেলের হাতের মোয়া!
স্বাধীনতা আমার বেঁচে থাকার অধিকার!
আমি উনসত্তর দেখেছি
উত্তাল জনতার জোয়ার!
আমি সত্তর দেখেছি
জনতার চাওয়ার অধিকার!
আমি একাত্তরের ৭ই মার্চ দেখেছি
রেসকোর্স ময়দানে জনতার জোয়ার;
শুনেছি মহানায়কের বজ্র কণ্ঠের
দৃপ্ত উচ্চারণ “ এবারের সংগ্রাম,
স্বাধীনতার সংগ্রাম...............”!
শুনেছি বাঙালীর জাগরণের অমর বাণী “জয় বাঙলা”!!