নবনীতা, তোমাকে ছুঁইতে পারিনিকো বড় ভয়,
বুকের লালিত স্বপনেরা যদি ভেঙে যায়;
তাই রূপালী মোড়কে বুকের পাঁজরে
মোড়িয়ে রেখেছি তোমাকে বুকের হিমাগারে!
তোমাকে ছুঁইতে না পারার কষ্টের শিলারাশি
ঢের কাল ধরে জমে জমে বুকের ভেতরে
হয়ে গেছে পিরামিড দূর অতীত এখন!
নবনীতা, অতিদূর আজ তুমি, এখন আছো ক্যামন?
মাঝে মাঝে নিঝুম রাতে স্বপ্নের মোড়ক খুলে চুপকে
পরম যতনে দেখে নেই পলকে তোমাকে
হিম শাদা পুরানো কঠিন শিলা মমি!
নবনীতা, তোমাকে ছুঁইতে পারিনা যে আমি
খুব বেশি বড় ভয়,
আমার স্বপ্নের মমি যদি ভেঙে যায়!
এই না পারার, ব্যর্থতারও এক কষ্ট আছে?
হয়তোবা আছে, হয়তোবা আছে;
তাই মমতার দলা গলে গলে ঝরে পড়ে
যেমনই পাহাড়ের বুক চিড়ে চিড়ে
জলেরা গা বেয়ে বেয়ে পড়ে ধীরে ধীরে
খুব বেশি নিভৃতে নিঝুম রাতের আঁধারে!
নবনীতা, তুমি থেকো অনন্তকাল ধরে
রূপালী মোড়কে মমি হয়ে বুকের পাঁজরে;
কোনোদিন ছুঁইবনা তোমাকে ভুলেও
বড় ভয়, যদি তুমি ভেঙে যাও!