স্মৃতির ক্যানভাস থেকে
কাগজের পাতায় তোমায়
সাজিয়ে ছিলাম বাসন্তিক
বর্ণমালায় গতকাল!
কাকতালীয় বটে...!
ভালোবাসার ফুলেল ডালি সাজিয়ে
সেই তুমি স্বপ্নে এসে ধরা দিলে,
আমার বুকের’পরে
মুখ রেখে বলে গেলে-
‘আমি তোমায় ভীষণ ভালোবাসি’!
অভাবিত......!
রাতের মধুর স্বপ্ন,
স্বপ্ন নয় যেন স্বর্গীয় আস্বাদন;
ভোরের আলোয়ে
দেহ-মন পুলকে পুলকে শিহরিত!
আবার হাতে কলম......