গুমরো মুখী আকাশ তুমি কাঁদো কেন
মরুর বালুতে মিষ্টি খেজুর ফলাতে,
গমের শীষে মাথা নত করার তরে?
ক্যাক্টাস এর কথা ভাবো কি তুমি?
ছাদ ছায়া হীন মানুষের কথা
না হয় বাদ-ই দিলে
ওদের তো দুইটা পা আছে
ল্যাংড়া লুলা আতুড়
ফুটপাত জুড়ে শুয়ে থাকা আদম সন্তান
তাদের কথা কি ভাব তুমি?
গঙ্গা-যমুনায় বানডাকার প্রয়োজন
এই কথা ভুলে গেলে চলবে কি করে!
নীল নদ আমাজান এদের-ও
তো বুক ফুলে ফেঁপে উঠতে হবে!
কাঁদো তুমি অঝোর ধারায় কাঁদো
আমি তোমায় করব না বারন-
সবুজ অরণ্যের জন্য কাঁদো,
জলজ উদ্ভিদ এর জন্য কাঁদো!
উট আর ঘোড়ার জন্য কোনোও
কান্নার প্রয়োজন নাই!