স্বপ্ন মদিরায় ব্যাপ্ত নীল আসমান
তারকারা থির থির কম্পমান
নিয়ত বিচ্ছুরিত এবং ক্লান্ত;
হায়! আঁক কষে কষে
এখনও সমাপ্তী অথবা শূন্য
হলোনাকো কিছুই নির্নিত,
কালের তৃষায়
সাগর মহাসাগর রেখে গেল
অসংখ্য অবক্ষয় সৃষ্টির প্রেক্ষাপটে!
নিঃশব্দ পদচারনায়
নিশিথ নিশিতে প্রিয়সীর
বুক কাঁপে দুরু দুরু,
আবেগে অধীর আকুল
অজানা শিহরায় শিহরিতা,
স্বপ্নালু দু’চোখ নিমীলিত;
কে এলো ঐ!