ফাগুন!
ঋতু রাজ ফাগুন!
ধীরেবহা দখিনা সমীরণ
এটাই ফাগুন!
বোঁটা ঝড়া হলুদ পাতা,
মরা শাখায় কিশলয়,
কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুন,
এটাই ফাগুন!
পলাশ শিমুলের ঠোঁটে রক্তিম চুম্বন,
কোকিলের কুহু কুহু তান,
ফুলে ফুলে ভোমরার গুঞ্জরন,
এটাই ফাগুন!
রঙিন পোষাকে শোভিত তরুণ,
বাসন্তী রঙের শাড়ীপরা
তরুণীর ঠোঁটে রক্তিম আগুন,
এটাই ফাগুন!
না...! এটা কোনোও ফাগুন নয়!
মায়ের ভাষা প্রতিষ্ঠায়
বায়ান্নর একুশের রাজপথে
দ্রোহের তীব্র আগুন,
অগণিত তরুণের খুন
এটাই ঋতুরাজ ফাগুন!!