কাল সব কথারা হারায়ে ফুড়ায়ে গেছে;
কী কথা কহিবার ছিল আর তারে!
বাঁশির সুর থেমে গেলে
সর্পীনির মাথা নেমে আসে
মাটির দিকে!
তাই বলে সে কি মৃতা?
একটু ক্লান্তি, বয়সের ছাপ, একটু ঝিমুনি;
তাতেই কি সব শেষ?
ঝিনুক কুড়াতে আসা বালিকার
পায়ের ছাপ সাগরের ঢেউ বার বার
এসে মুছে দিয়ে যায়!
যায় কী!
সময়ের দাগ লেগে থাকে
ফসিলের গায়;
মাটি খুঁড়ে খুঁড়ে উহা খুঁজে পায়
শতক সহস্র কিংবা লক্ষ কোটি
বছর হয়ে গেলে পার!
যেই সুর একবার বেজে যায়
রাগিণীর সুরে
সেই সুর অনন্তকাল ভাসে
বাতাসে বাতাসে;
কেহ শুনিতে পায়,কেহ পায় না!