গাধার লেজ ধরে অন্ধ পায়ে
এবড়োথেবড়ো পথ ধরে চলতেছি ঢের কাল!
ধূর্ত শেয়ালের ডাক, বূনো শুয়োরের ঘোঁতঘোঁত
আর হায়েনার খ্যাঁকখ্যাঁকানিতে
কান দুটো এখন বধির প্রায়!
বেশ ভালো চলেছি তো তবু পথ!
নাকের ডগায় ঝুলানো মুলোর
গন্ধ শুকতে শুকতে
ব্যাটা গাধা এ কোথায় নিয়ে এলি
পায়ে তপ্ত বালু, গায়ে গরম বতাস,
ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে!
মন্থর গতি! হঠাৎ থেমে গেলি যে?
কহিল গাধা –‘ আর কতো!
সামনে বহিছে মরু ঝড়
উটের মতন মাথা নীচু করে
বসে পর!’
করিলাম তাহা,
রাশি রাশি তপ্ত বালু
জমিছে শরীরে;
কালে কালে হয়ে যাবে বালুর ঢিবি!
আবার উঠিব জেগে বালুর ঢিবি চিড়ে
ইস্রাফিলের(আঃ) সিঙ্গার ফুঁৎকারে!