(বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলি)
এই পথে হেঁটেছি বহুবার
ক্ষণিক দাঁড়ায়ে দেখেছি-
ঘাড় গুঁজে রয়েছ পড়ে পাথরের নীচে
অনেক ডেকেছি জড়ানো স্বরে
মেলেনি কোনোও সাড়া,
মুয়াজ্জিনের মধুর আযানের ধ্বনিতে
ভাঙ্গেনি তোমার ঘু্ম,
বুলবুল গেয়ে গান সকাল-সাঁঝে
রেখেছে তোমারে পড়ায়ে ঘুম!
যেই নারী বোঝেনি তোমার হৃদয়ের কথা
তাঁর পায়ের চিহ্ন রয়েছে যেথায়
সেই মাটির কোলে ঘুমাতেছ অঘোরে;
কী যে ছিল সেই পাথর অভিমান
প্রেমিক হৃদয় ছাড়া কে বুঝিবে তাহা!
অদূরে রয়েছে দাঁড়ায়ে আজও একা
কত মধুর স্মৃতি নিয়ে বুকে গৃহ বর্ধমান!
(বিঃ দ্রঃ আমার প্রিয় স্বজন নবাবপুরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুদ্দিন সাহেব ২৩শে মে রাত ৯টার সময় ইন্তেকাল করেন স্কোয়ার হাসপাতালে। ২৪শে মে বাদফজর বনানী ও বাদযোহর নবাবপুরে জানাজা শেষে বনানী গোরস্থানে সমাহিত করে রাতে বাসায় ফিরেছি। প্রিয় কবি বন্ধুদের কাছে আবেদন, তাঁর আত্মার শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া করবেন।)