হেমন্তের ভেজা ঘাস মাড়িয়ে দৃপ্তপায়
শিশির সিক্ত হৃদয়ে হেঁটে যাব চোখ বুজে
ফেলে আসা দূরের কোনোও গাঁয়ে
যেই খানে একবার দেখা হয়েছিল
কোনো এক লাজ রাঙা কিশোরীর সাথে
তারপর আর দেখিনি তারে, হয়নি কোনো কথা;
স্বপ্নের সাথে ঢের কথা হয়েছে তবুও সে দেয়নি ধরা
এইসব পুরানোদিনের কথা ব্যথাতুর হৃদয়ে
জেগে ওঠে অমানিশার মতন!
তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা অনেক তৃষ্ণা নিয়ে হরিণী এক
এসেছিল জলের কিনারে পিপাসা মিটাতে
তাহার ডাগর চোখে দেখে ছিলাম কিশোরীর মুখ
শুধু একবার, তারপর ছায়া হয়ে মিশে গেছে
দূরের ছায়াপথে! কতদিন খুঁজেছি আকাশের গায়
দুচোখে দেয়নি ধরা সেই কচি মুখ
মরাঘাসের বুকে ঘাসফড়িং এর সাথে
কিছু কাল কাটায়ে গোধূলিবেলায়
আমি কি যেতেছি আজ তাহারই সন্ধানে?
হয়তোবা তাই হবে, হয়তোবা তাই হবে;
কে বুঝিতে পারে মানব হৃয়ের কথা...