লতায় জড়ানো গাছের শাখায় দোয়েলের বাসা
দুটো নীল ডিম ঘিরে বুকে তার কতো স্বপ্ন আশা!
গাছের খোড়ল থেকে উঠে এসে একটা বধির সাপ
গপাগপ গিলে নেয় নীল ডিম দুটো; মিটেনি রসনা
থেকে যায় পাখিটারে চিবিয়েয়ে খাওয়ার বাসনা
লিকলিকে জিহ্বা বার করে ছোবলের আশায় আশায়
অসহায় পাখিটির বুকফাঁটা চিৎকার শোনা যায়
ডানা ঝাপটায় আর ওড়ে এ ডাল ও ডাল...
পথিক যেতেছে হেঁটে নির্বিকার ফিরে না তাকায়
পাখির বুকের কষ্ট কে বুঝিতে চায় কিবা তার দায়...
একটা দমকা হাওয়ায় উড়ে যায় শূন্য বাসা
আহা!কেবলই কী যন্ত্রণা পেতে এজগতে আসা...