একজন আকাশের দিকে তাকিয়ে বসে আছে;
পথচারী বলে এই পাগল এখানে কি করিস?
ঠোঁটে আঙ্গুল রেখে বলে- চুপ
আকাশে কতোটা মেঘ আসা যাওয়া করে তাই গুণছি।
মেঘলা আকশের কাব্যিক চিত্র আঁকতে
কবি তার কাগজের পাতায় শব্দের মাত্রা গুণছে।
দুজনার মাঝে ব্যবধান
আমার অজানা...