ধনুকের ছিলায় টান টান উত্তেজনা
লক্ষ লক্ষ জনতার অধির ব্যগ্রতা
বজ্র নির্ঘোষে ছুটেগেল তীর অভীষ্ট লক্ষ্যে
আমাদের প্রথম চন্দ্র অভিযানের দুরন্ত উল্লাস
ছড়িয়ে পড়লো সারা মাঠ ঘাট
প্রান্তিকে প্রান্তিকে শহর থেকে শহরে
গ্রাম থেকে গ্রামে গঞ্জ থেকে গঞ্জে
টগবগে রক্তের বাঙালীর চিৎকার
“এবারের সংগ্রাম ... স্বাধীনতার সংগ্রাম...
জ য় বা ঙ লা”!!!