ঝরনারে ছুঁয়ে ছুঁয়ে হেঁটে হেঁটে যাই
উপরে আকাশ খোলা নীলের বাহার
নীচে অরূপ সরোবর নিয়েছে ঠাঁই।
চারিদিক ঘিরে আছে সবুজ পাহাড়
বুকভরা পানি যেন ডালিমের রস
লাল নীল উৎপল হাসে মনোহর।
ঘিরে থাকা নানা ফুল ছড়ায় সুবাস
অভিজাত পারিজাত সুশোভিত ফুল,
সরোবর জলে ভাসে সাদা রাজহাস।
কতেক হরিণী এসে করে পান জল
সামলায়ে কুতূহল আড় চোখে চায়
কেড়ে নিয়ে মন হয় পলকে আড়াল।
সুধাজল করি পান ভরে আঁজলায়
আকুল ব্যাকুল মন বলো কে ঠেকায়!