বিশাল সাগর কিনারে দাঁড়ায়ে
হাতের তালুতে ক্ষুদ্র একটি বালুকণা
দৃষ্টির সীমানায় ক্যাবল ধুঁয়া
ঢেউয়ের শিখরে ঢেউ সফেদ ফেনা
জলকবুতর ডানা মেলে উড়ে যায়
নীড়ের সন্ধানে
সাঁঝের আলো এসেছি কী নেমে
ধরণীর কোলে
একটা তারা আসার কথা
শতশত আলোক বর্ষ পার করে
পৃথিবীর আসমানে
এখনও তার দেখা মেলে নাই
আমরা রয়েছি তাকায়ে অবোধের মত
রাতের আকাশে
সবুজ ঘাস লতাগুল্ম মাড়িয়ে যেতে
বুকে বিঁধে কাঁটা
বৃক্ষের ছাঁইয়ানীড়ে চিৎ
মাটির পরশ ছুঁয়ে যায় হৃদ
সীমিত গণ্ডির ভেতর আমাদের থিতানো বোধ
দেখি পাথরের বুক থেকে ঝরে জল
একই দরিয়ায় বহে দুটি জলেরধারা
অনতিক্রণীয় কী মহা বিস্ময়
হে মহান স্রষ্টা ক্যাবল স্মরি তোমায়
পড়ে সেজদায়...