অমিত তৃষা তোমার প্রণয়-প্রেম-ভালোবাসার!
কেউ কোনোদিন ভুল করে বাসে নি ভালো তোমায়?
প্রণয়ের হাত ধরে বাঁধো-নিকো ঘর,
তবে এ জগতে তোমার কিসের সংসার;
যে ঘরে নিয়েছ ঠাঁই সে কি শুধু খেলা ঘর?
পচা-বাসী এই জীবন তোমার আহা!
এই মায়ার সংসারে তৃপ্তির ঢেকুর
তোলার অবকাশ হয়নি-কো কখোনো তোমার!
জীবন কে জীবন ভেবে আটপৌরে শাড়ি
জড়ায়নি কী কখোনো শরীরে তোমার
একবার ফিরে দেখ ফেলে আসা
সময়ের পানে!
কি কথা বলে সে জীবন তোমায়?
সাধ-আকাঙ্ক্ষা-কামনা-বাসনা
কে মিটাতে পারে কিংবা মিটিছে
কী কোনোও কালে!
এমন সার্থক জনম কদাচিৎ ঘটে
সময়ের কাছে তাই দাবি থেকে যায়
অনন্ত জীবনের!
তোমার ভিতরে সেই দাবি
নিশ্চুপে তোমারে করে যায় ক্ষয়
অনন্ত সময়...!