আমি এক যাযাবর অনিকেত সূর্য সন্তান
তোমাদের জন্য গেয়ে যাব জীবনের গান !
নিয়মের শৃখল মানিনাকো আমি
অনিয়মের রাজা ,
দিতে চাও দিতে পারো
মাথাপেতে নেব সব সাজা !
আমি এক যাযাবর অনিকেত সূর্য সন্তান ,
মুছিয়া আঁধার বহিয়া আনিব আলোরবান
এইখানে কানাগলি আছে পৃথিবির যেথা যত
পিলসুজশিখা জ্বালিয়া আলো ছড়াবো সেথা তত !