পৃথিবীর মাটিকে খুউব ভালোবেসে
অথবা মাটির সৃষ্টি বলে
নেমে এলাম পৃথিবীর কোনোও এক
নির্জন দ্বীপে একাকী!
বাতাসে বাতাসে তোমার ঘ্রাণ পাচ্ছি,
তোমার মায়াবী শরীরের ঘ্রাণ!
ব্যাকুল হৃদয় তোমায় খুঁজচ্ছে!
তুমি কোথায়, তুমি কোথায়
চিৎকারে চিৎকারে ক্যাবল ডাকছি,
আর তোমার মায়াবী ঘ্রাণ শুঁকে শুঁকে
ছুটছি আর ছুটছি;
এই পৃথিবীর মাটিতে মাটিতে
কতো কতোটা সময়
কতোটা পথ হেঁটেছি জানি না!
তিনশ বছর কেঁদেছি স্রষ্টার কাছে
দুই হাত তুলে;
তারপর পাপ মুক্ত হলে
আমার ঈভের দেখা মিলে!
আমাদের প্রথম মিলনের সুখ স্মৃতি
আজও পৃথিবীর মাটিতে মাটিতে
আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে
আর কতোটা কাল থাকবে জানি না প্রিয়া!
হে! মহাকাল, আমাদের প্রণয়ে তো
কোনোও খাদ ছিল না,
আবেগে আবেশে ভেসেছি আমরা
তবে আজ পৃথিবীতে কেন এতো
অনাসৃষ্টি?
আমার খুউব কষ্ট হচ্ছে প্রিয়তমা ঈভ,
পৃথিবীর বুকে এতো অনাসৃষ্টির জন্যই
কী আমাদের সৃষ্টি!