বেসামাল চলমান এই পৃথিবীতে আমার ভ্রান্তিতে
পরিণত হয়ে গেছি দুরূহ একটা অচল মুদ্রায়!
ছোট ছোট স্বপ্ন ছিল আর কিছু ক্ষীণ ক্ষীণ আশা
ছিল কিছু বুক ভরা কচি কচি ভাব আর ভাষা
ওরা সব আজ বাবুই পাখির বাসায় নিয়েছে ঠাঁই
একাকি দাঁড়ানো আধমরা তালগাছের মাথায়
দোলে আর দোলে এলোমেলো অদ্ভুত অদৃষ্ট হাওয়ায়;
দেখবে হয়তো কোনো একদিন প্রচণ্ড একটা ঝড়
নিয়ে গেছে ছিঁড়ে এক ঝটকায় দূরে বহু দূরে!
খুঁজব না খুঁজব না আর তাহাদেরে কোনোদিন;
ভুল করে আমাকেও আর খুঁজনাকো তোমরা কখনো
অমিত আশ্চর্য এই পৃথিবীর পথে ঘাটে হাটে মাঠে...