স্বর আর বর্ণমালা যদি না থাকত
এই পৃথিবীতে তাহলে কি হ'তো?
ভাষাদিবস আর একুশের জন্ম হ'তো না!
মনের ভাবানুভূতি কি ভাবে প্রকাশ পেত?
অঙ্গভঙ্গি চোখ আর হাতের ইশারায়
মুখ খিঁচে ঠোঁট বাঁকিয়ে দাঁত বাড় করে
চোখের জল ঝরিয়ে বুক চাপড়িয়ে;
এর চেয়ে একটু বেশি-
ধাক্কাধাক্কি চড় থাপ্পড় কিলাকিলি।
গোলাগুলি হতো না রক্ত ঝরত না!