সূর্যের শরীরে কালো গর্তের সন্ধান
নরকের দেয়াল ফেটে ঝরিছে আগুন
আকাশে ওজনস্তরে ফুটো প্রসারমান
শেষ আশ্বিনে চৈত্রের দুপুর খেলে যায়
দারুন উপহাসের হাসি হেসে হেসে
সাদা কাশ বাসা বাঁধে মেঘের মাথায়
পৃথিবী অস্থির তার বলয় রেখায়
প্রকৃতির ক্রম বিরূপ রুক্ষতায়
শঙ্কিত ভোঁদর একবার জলে একবার ডালে
মহান স্রষ্টার মহা বিস্ময়......!
আমরা মানুষ আজ নেমে গেছি
হিংস্র জানোয়ারের চেয়েও নিকৃষ্ট পর্যায়
অপার নিদর্শন- ইসরাইল, সিরিয়া
আফগানিস্থান, পাকিস্থান, মায়ানমার
আরও টুকরো টুকরো অনেক......
কী ভয়ঙ্কর.........
ভরা জলসায় পিশাচের গুলিবৃষ্টির উল্লাস
পরমাণু বিস্ফোরণের মহা তোড়জোড়......
অবাক পৃথিবী.........!
আমি নির্বাক দর্শক!