প্রতি রাতে পাতিপাতি করে খুঁজি আকাশের বুকে
নূতন কিছু একটা...
সেই পুরানো চাঁদ তারার ঝিকিমিকি খেলা
মেঘবালাদের আনাগোনা
খোলা চোখে দু’একটা বালুকণা ঢুকে পড়া
এই টুকুই যা নূতনত্ব!
দিলু রাজাকারের ফাঁসির আদেশ জারির পর
মসজিদের মাইকে তাহারা ঘোষণা করে-
চান্দের গায় সাইদি হুজুরের নুরানী চেহারা
মোবারক ভাসতাছে,
আর যায় কোথা...
ফটক খুলে পাগলেরা সব ন্যাংটা হয়ে ছুটে
এসে গাড়ী-বাড়ী মানুষ গরু ছাগল সব
পিটিয়ে ভরে দিল জাহান্নামে, তাদের কী খুশি!