কোন সে কবি তুমি ছুড়ছো বিরহী বাণ
মেঘবালিকার বুকে এই সুন্দর বসন্ত দিনে
এবার থামাও তারে আদর সোহাগে
মুছে দাও তার সজল নয়ন!
শিমুল পলাশ হারাচ্ছে তার রঙের বাহার
ফিকে হয়ে যাচ্ছে বসন্ত ফাগুন;
থেমে গেছে পাখ-পাখালীর উচ্ছ্বাস
জবুথবু হয়ে পড়েছে মানুষের জীবন যাপন!
থামাও কবি! থামাও মেঘবালিকার কান্না!
ওহে মূঢ় নর, এনহে কোনোও
সাধারণ কবির কাজ;
নিগূঢ়ে ভাব একবার
হয়তো কোনোও এক মহা কবি নিভৃতে বসে একাকী
প্রকৃতির নাভীমূলে করেছে নতুন কোনো ভ্রূণের সঞ্চার!