আদিম ড্রাগনের নিঃশ্বাস ছুঁয়ে যায় দেহ-মন
তোমার জ্বলন্ত চোখ দু’টো আড়াল করো এবার!
দুরন্ত ঘোড়া হাঁটু ভেঙ্গে পড়ে আছে
গুহার ভিতর!
সুর্যের আলোর প্রয়োজন খুব বেশি
অনুভব করে
মেঘ তাড়াতে ব্যস্ত ডানারা
পিস্টনের গতি হারায়
সাধ্যাতীত কিছু একটা...
পুরানো নিয়মের হার না মানা হার
বিকলাঙ্গ চেতনা!
আর কতোটা সময় পার হলে
সূর্য হেসে উঠবে আগের মত?
বিকীর্ন হৃদয় তবু
নতুন কোনো আশ্বাসে
করে যায় শব্দের চাষ!